ঢাকার ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কের ওপর ট্রাক থামিয়ে চালক-হেল্পারকে আটকে মারধর করে ৩০ লাখ টাকার পামওয়েল তেলসহ ট্রাক লুটের ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া গেছে।
এ ঘটনায় মঙ্গলবার (২৯ এপ্রিল) ভুক্তভোগী ট্রাক চালক শ্যামল কুমার বিশ্বাস (৫৫) ধামরাই থানায় অভিযোগ করেন।
এর আগে, সোমবার রাতে ধামরাইয়ের সুতিপাড়া ইউনিয়নের বাথুলি-বালিথা এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের ওপরে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগীরা হলেন- পাবনার সুজানগর থানার সুজানগর মানিকদী এলাকার বাসিন্দা ট্রাক চালক শ্যামল কুমার বিশ্বাস (৫৫) ও পাবনার কৃষ্ণপুর এলাকার বাসিন্দা মাসুম (৫০)।
অভিযোগ সূত্রে জানা যায়, গেল ১ বছর ধরে পাবনার মায়া নামে একটি প্রতিষ্ঠানের ৬ চাকা বিশিষ্ট আন্ত: জেলা ট্রাক চালাচ্ছিলেন শ্যামল কুমার বিশ্বাস। গত ২৮ এপ্রিল বিকেল ৩টার দিকে নারায়নগঞ্জের ফতুল্লার কামাল অয়েল মিলস লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান থেকে ১৪.৫ টন ওজনের প্রায় ২১ লাখ টাকা মূল্যমানের ৭৫ ড্রাম বাটার ফ্লাই পাম ওয়েল তেল লোড করে পাবনার উদ্যেশ্যে রওনা হন তিনি। সোমবার দিবাগত রাত দেড়টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বালিথা এলাকায় পৌঁছালে অজ্ঞাত অন্তত চারজন দুষ্কৃতকারী একটি অজ্ঞাত পিক-আপসহ পেছন থেকে তাদের ট্রাককে অতিক্রম করে সামনে এসে ব্যারিকেড দেয়। একপর্যায়ে তারা পিক-আপ থেকে নেমে ট্রাকের কাছে এসে চালক ও হেল্পারকে টেনেহিঁচড়ে নিচে নামিয়ে এনে তাদের কাছে থাকা ধারালো চাকু দিয়ে চালকের মাথায় ও হেল্পারের পিঠের বাম পাশে জখম করে। ভয়ভীতি দেখিয়ে তাদের হাত পা ও মুখ বেঁধে ফেলে। তাদের দুটি ফোন ছিনিয়ে নেয়। এরপর তাদের পিক-আপে উঠিয়ে বিভিন্ন জায়গায় ঘুরিয়ে উপজেলার জয়পুরা এলাকায় রাস্তার নিচে একটি কলাগাছের সঙ্গে বেধে রেখে তেলবাহী ট্রাক নিয়ে পালিয়ে যায়।
পরবর্তীতে তারা কৌশলে পায়ের বাধন খুলে পার্শ্ববর্তী একটি হোটেলে গিয়ে লোকজনকে এ ঘটনা অবহিত করেন। এরপর জাতীয় জরুরি যোগাযোগ নম্বর ৯৯৯ এ ফোন করলে পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
ভুক্তভোগীরা জানান, অজ্ঞাত দুষ্কৃতিকারীরা ২৫-৩৫ বছর বয়সী ছিল। তাদের পরণে ফুল প্যান্ট ও বিভিন্ন রঙের গেঞ্জি ছিল। তারা স্থানীয় ভাষায় কথা বলছিল।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, ট্রাক চুরির ঘটনায় মামলা নেওয়া হয়েছে। একাধিক টিম অভিযান পরিচালনা করছে।