বৃহস্পতিবার, রাত ৩:৩২
৩১শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৬ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ, ৬ই সফর, ১৪৪৭ হিজরি,

দশ দিনে ১ কোটি ১৪ লাখ আয় করলো ‘উৎসব

ঈদুল আযহায় মুক্তির পর থেকে সারাদেশের প্রেক্ষাগৃহে রমরমা চলছে শাকিব খানের ‘তাণ্ডব’। এর পাশাপাশি দর্শকদের পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে আরেক ছবি তানিম নূর পরিচালিত ‘উৎসব’।

সিনেপ্লেক্স ও মাল্টিপ্লেক্সগুলোতে এই ছবি দেখেও মুগ্ধ হচ্ছেন দর্শক। মুক্তির প্রথম দিন থেকেই চমক দেখিয়ে আসছে ‘উৎসব’। দ্বিতীয় দিন থেকে ক্রমান্বয়ে বেড়েই চলছে দর্শকের ভিড়। শুধু তাই নয়, আয়ের ক্ষেত্রেও বড় চমক দেখাচ্ছে এটি।

 

প্রযোজকের বরাতে জানা গেছে, ১০ম দিনে ‘উৎসব’ আয় করেছে ১৪ লাখ ০৭ হাজার টাকা এবং মাল্টিপ্লেক্সের ১৭ শো থেকে দশ দিনে সিনেমাটি আয় করেছে ১ কোটি ১৪ লাখেরও বেশি। এর আগে ৯ দিনে সিনেমাটি কোটির ক্লাবে প্রবেশ করে।

দর্শকের এমন সাড়ায় অভিভূত সিনেমাটির পরিচালক তানিম নূর। তিনি বলেন, ‘আমি প্রচার বিমুখ মানুষ, সেভাবে কোনো প্রচার করতে পারিনি কিন্তু দর্শকই আমার ছবির প্রচার করে দিচ্ছে। যেটা খুবই আনন্দের দিক।

দর্শকের প্রশংসার পাশাপাশি হল রিপোর্টও খুব ভালো পাচ্ছি। যেভাবে সবাই ছবিটিকে আপন করে নিয়েছে এটা সত্যি আশীর্বাদ। আমি খুবই খুশি।’

এদিকে, দেশের পর আন্তর্জাতিক অঙ্গনেও মুক্তি পাচ্ছে ‘উৎসব’। আগামী ২০ জুন কানাডা, আমেরিকা ও ইউকে’র ৩৭টি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। এছাড়াও ২১ জুন অস্ট্রেলিয়াতে মুক্তি পাবে।

 

চার্লস ডিকেন্সের বিখ্যাত উপন্যাস ‘অ্যা ক্রিসমাস ক্যারল’-এর ছায়া অবলম্বনে নির্মিত হয়েছে ‘উৎসব’ সিনেমাটি।

ডোপ প্রোডাকশন ও লাফিং এলিফেন্ট প্রযোজিত এ ছবিতে অভিনয় করেছেন জাহিদ হাসান, আফসানা মিমি, অপি করিম, তারিক আনাম খান, চঞ্চল চৌধুরী, ইন্তেখাব দিনার, সাদিয়া আয়মান, সৌম্য জ্যোতি প্রমুখ।

 

কা/ত/মা

Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *