বুধবার, দুপুর ২:১৪
১৭ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি,

ডাকসুতে ভোট কারচুপির অভিযোগ, পুনঃভোটের দাবি আবু বাকের মজুমদারের

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন ২০২৫-এ ভোট কারচুপির অভিযোগ তুলেছেন ‘বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ’ প্যানেলের জিএস প্রার্থী আবু বাকের মজুমদার। তিনি বলেন, ‘এ নির্বাচন ছিল পরিকল্পিত কারচুপির অংশ। তাই নির্বাচন বাতিল করে পুনঃভোটের ব্যবস্থা করতে হবে।’

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে আবু বাকের মজুমদার অভিযোগ করেন, ‘ভোটের দিন সকাল থেকেই বিভিন্ন হলে আমাদের প্রতিনিধিদের বের করে দেওয়া হয়েছে। শিক্ষার্থীরা নির্ভয়ে ভোট দিতে পারেননি। কেন্দ্র দখল, জালভোট ও ব্যালট পেপার ছিনতাইয়ের মতো ঘটনা ঘটেছে। প্রশাসন নিরপেক্ষ আচরণ করেনি।’

তিনি দাবি করেন, নির্বাচন কমিশনের গাফিলতি ও পক্ষপাতমূলক আচরণের কারণে নির্বাচন প্রহসনে পরিণত হয়েছে। ‘আমরা নির্বাচনে অংশ নিয়েছিলাম শিক্ষার্থীদের অধিকার আদায়ের প্রত্যাশায়। কিন্তু যেভাবে আমাদের ভোটাধিকার কেড়ে নেওয়া হলো, তাতে প্রমাণ হয় এ নির্বাচন ছিল পরিকল্পিত কারচুপির অংশ।’

আবু বাকের মজুমদার বলেন, ‘আমার পক্ষে থাকা শিক্ষার্থীরা ভোটকেন্দ্রে গেলে অনেককে ভোট দিতে দেওয়া হয়নি। বিভিন্ন হলে ঢুকে ব্যালট বাক্স ভরাট করা হয়েছে। আমরা বারবার অভিযোগ করেও কোনো প্রতিকার পাইনি।’

তিনি ঘোষণা দেন, এ নির্বাচন বাতিল করে পুনঃভোটের ব্যবস্থা করতে হবে। অন্যথায় তিনি ও তার প্যানেল আইনি ও সাংগঠনিক কর্মসূচির মাধ্যমে প্রতিবাদ চালিয়ে যাবেন।

সংবাদ সম্মেলনে তার সঙ্গে উপস্থিত ছিলেন অন্যান্য প্রার্থী ও সমর্থক শিক্ষার্থীরা। তারা একযোগে দাবি জানান, ‘শিক্ষার্থীদের ভোটাধিকার নিশ্চিত না করে ডাকসুর মতো ঐতিহ্যবাহী নির্বাচনের কোনো গ্রহণযোগ্যতা থাকতে পারে না।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু ও হল সংসদ নির্বাচন মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, শান্তিপূর্ণ পরিবেশেই ভোট সম্পন্ন হয়েছে। তবে বিরোধী প্রার্থীরা অভিযোগ তুলছেন, নির্বাচন ছিল অনিয়ম ও কারচুপিতে ভরা।

কা/ত/মা

Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *