বাংলাধ্বনি নিউজ ডেস্ক : গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কর্মসূচি ‘জুলাই পদযাত্রা’ ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পদযাত্রা শুরু হওয়ার আগেই সদর উপজেলার উলপুর এলাকায় পুলিশের একটি গাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা।
বুধবার (১৬ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মির মো. সাজেদুর রহমান।
তিনি জানান, এনসিপির ঘোষিত মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে গোপালগঞ্জ শহরের পৌর পার্ক থেকে কেন্দ্রীয় নেতাদের অংশগ্রহণে একটি পদযাত্রা হওয়ার কথা ছিল। তবে পদযাত্রা ব্যাহত করতে ছাত্রলীগের একাংশ, বিশেষ করে সংগঠনটির বিতর্কিত সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়ালের অনুসারীরা পুলিশকে লক্ষ্য করে হামলা চালায়।
উলপুর এলাকায় তারা পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয় ও ব্যাপক ভাঙচুর চালায়। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।
এনসিপির শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচি সামনে রেখে ছাত্রলীগের এমন আগ্রাসন এবং পুলিশের গাড়িতে আগুন দেওয়ার ঘটনা নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। নিরাপত্তা বিশ্লেষকরা মনে করছেন, এ ধরনের রাজনৈতিক সহিংসতা দমন না করা হলে তা আরও বড় সংঘর্ষের রূপ নিতে পারে।
কা/ত/মা
১৩ Responses
Turn referrals into revenue—sign up for our affiliate program today! https://shorturl.fm/p3hSQ
Refer friends, collect commissions—sign up now! https://shorturl.fm/DuHLw
Tap into unlimited earnings—sign up for our affiliate program! https://shorturl.fm/UjOu8
Drive sales, collect commissions—join our affiliate team! https://shorturl.fm/lXPMT
Earn passive income with every click—sign up today! https://shorturl.fm/L0hkp
Tap into a new revenue stream—become an affiliate partner! https://shorturl.fm/qHM9G
Get paid for every referral—enroll in our affiliate program! https://shorturl.fm/BtIgQ
Monetize your audience—become an affiliate partner now! https://shorturl.fm/CVYqZ
Start earning on every sale—become our affiliate partner today! https://shorturl.fm/5OtG6
Turn referrals into revenue—sign up for our affiliate program today! https://shorturl.fm/aslKd
Monetize your audience—become an affiliate partner now! https://shorturl.fm/4f4Fd
Join our affiliate program and watch your earnings skyrocket—sign up now! https://shorturl.fm/0rYNn
Be rewarded for every click—join our affiliate program today! https://shorturl.fm/THOc2