বৃহস্পতিবার, সন্ধ্যা ৬:৪০
৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে রজব, ১৪৪৭ হিজরি,

এইবার যেন আওয়ামী লীগ ৪১ বছরেও ফিরতে না পারে: নুর

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, গণঅভ্যুত্থানের পক্ষের শক্তিদের আগামীতে একত্রে কাজ করা উচিত। আন্তজার্তিক অপরাধ ট্রাইব্যুনালের রায়কে স্বাগত জানাই, তবে শুধু এই রায়ে সন্তুষ্ট নই। তাদের রাজনীতি নিষিদ্ধ ও দল হিসেবে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে হবে।

সোমবার (১৭ নভেম্বর) দলটির কেন্দ্রীয় কার্যালয়ে রায়ের প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।

নুর বলেন, বিচারিক প্রক্রিয়ায় তারা নিষিদ্ধ না হলে ভবিষ্যতে রাজনীতিতে ফিরে আসবে। যেভাবে ‘৭৫-এ ২১ বছর পরে ফিরে এসেছিল। আমরা চাই এইবার যেন তারা ৪১ বছরেও ফিরতে না পারে।

তিনি আরও বলেন, অপরাধ ট্রাইব্যুনালে এই রায় মাইলফলক হয়ে থাকবে। চূড়ান্ত কার্যকর না হওয়া পর্যন্ত স্বস্তির নিশ্বাস ফেলতে পারছি না। দুই-চারজনের ফাঁসি হলেই স্বৈরাচার শেষ হবে না। আওয়ামী লীগ ও জাতীয় পার্টি ও ফ্যাসিবাদের দোসরদের বিচার না হলে বিচার অসম্পূর্ণ থেকে যাবে। ফ্যাসিবাদ নির্মূলের জন্য রাজনৈতিক দলগুলো ঐকবদ্ধ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন নুর।

নুর বলেন, আগামীতে এককভাবে কেউ রাষ্ট্র পরিচালনা করতে চাইলে আবার স্বৈরাচার তৈরি হবে। আসুন সবাই একত্রে বসি। কোনো একক দল দেশ চালাতে পারবে না।

কা/ত/মা

Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *