মঙ্গলবার, বিকাল ৫:৩৬
১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি,

উপদেষ্টা পরিষদে রদবদল : দায়িত্ব বাড়লো শেখ বশিরউদ্দীনের, ভার আরও কমলো ড. ইউনুস

বাংলাধ্বনি নিউজ ডেস্ক, ১৫ এপ্রিল, ২০২৫ | বাণিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের পাশাপাশি আরও এক মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ বশিরউদ্দীন। এখন থেকে তিনি বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্বও সামলাবেন।

মঙ্গলবার (১৫ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

 

প্রজ্ঞাপনে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নিম্নরূপভাবে উপদেষ্টাদের মধ্যে মন্ত্রণালয়/বিভাগের দায়িত্ব বণ্টন/পুনর্বণ্টন করেছেন।

 

সে অনুযায়ী বাণিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের পাশাপাশি বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ বশিরউদ্দীন। এর ফলে প্রধান উপদেষ্টার হাতে এখন ৫টি মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্ব থাকলো।

 

এতদিন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের অধীনে ছিল। বর্তমানে প্রধান উপদেষ্টার কাছে থাকা ৫টি মন্ত্রণালয় বা বিভাগ হলো— মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়।

 

/কা.ত.মা

Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *