রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এতে সারাদেশ থেকে দলটির লাখ লাখ নেতাকর্মী অংশ নিয়েছেন। ইসলামী আন্দোলনের নেতাদের পাশাপাশি অন্যান্য দলের নেতাদেরও এই মহাসমাবেশে আমন্ত্রণ জানানো হয়েছে।
শনিবার (২৮ জুন) সকাল ১০টা থেকেই মহাসমাবেশের কার্যক্রম শুরু হয়। তবে মূল কার্যক্রম শুরু হয় বেলা ২টায়। অন্যান্য দলের নেতারা বিকেলে মহাসমাবেশে যোগ দেন।
ইসলামী আন্দোলনের প্রেস উইং থেকে জানানো হয়েছে, এই মহাসমাবেশে অন্যান্য দলের নেতাদের মধ্যে বক্তব্য দেন-
অধ্যাপক মুজিবুর রহমান, নায়েবে আমির, বাংলাদেশ জামায়াতে ইসলামী।
অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামী।
রফিকুল ইসলাম খান, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামী।
ড. আহমাদ আবদুল কাদের, মহাসচিব, খেলাফত মজলিস
মাওলানা জালাল উদ্দীন, মহাসচিব, বাংলাদেশ খেলাফত মজলিস
মাওলানা সাখাওয়াত হোসেন রাজী, মহাসচিব, ইসলামী ঐক্যজোট
মুহাম্মদ আখতার হোসাইন, সদস্য সচিব, এনসিপি
সারজিস আলম, মুখ্য সংগঠক, এনসিপি উত্তরাঞ্চল
নূরুল হক নূর সভাপতি, গণঅধিকার পরিষদ
মাওলানা মূসা বিন ইজহার, মহাসচিব, নেজামে ইসলাম পার্টি
মাওলানা ইউসুফ সাদিক হক্কানি, মহাসচিব, খেলাফত আন্দোলন বাংলাদেশ
মজিবুর রহমান মঞ্জু, সভাপতি, এবি পার্টি
গোবিন্দ চন্দ্র প্রামানিক, মহাসচিব, হিন্দু মহাজোট
দয়াল কুমার বড়ুয়া, সভাপতি, বোধিজ্ঞান ভাবনাকেন্দ্র
নির্মল রোজারিও, সভাপতি, বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশন, সভাপতি বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান অ্যাসোসিয়েশন।
কা/ত/মা
৯ Responses
Be rewarded for every click—join our affiliate program today! https://shorturl.fm/gPPQx
Share our products, earn up to 40% per sale—apply today! https://shorturl.fm/yIJly
Refer friends, earn cash—sign up now! https://shorturl.fm/eURc8
Promote our brand and get paid—enroll in our affiliate program! https://shorturl.fm/ebLCx
Join our affiliate family and watch your profits soar—sign up today! https://shorturl.fm/NSMPX
Partner with us and earn recurring commissions—join the affiliate program! https://shorturl.fm/lBH46
Turn your audience into earnings—become an affiliate partner today! https://shorturl.fm/KafGr
Become our partner and turn referrals into revenue—join now! https://shorturl.fm/JeSQc
Start sharing, start earning—become our affiliate today! https://shorturl.fm/1uxKi