সংস্কার, বিচার ও পিআর (প্রতিনিধিত্বমূলক) পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজনের দাবিতে মহাসমাবেশের আয়োজন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
আজ শনিবার (২৮ জুন) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এই সমাবেশ অনুষ্ঠিত হবে।
ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়, মহাসমাবেশের কার্যক্রম শুরু হবে সকাল ১০টা থেকে, যেখানে স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেবেন। আর দুপুর ২টা থেকে শুরু হবে মহাসমাবেশের মূল পর্ব।
এতে সভাপতিত্ব করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
এর আগে, শুক্রবার (২৭ জুন) রাতে গণমাধ্যমে পাঠানো বার্তায় দলটির কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ এ তথ্য জানান।
বার্তায় তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের পর থেকেই ইসলামী আন্দোলন বাংলাদেশ সংস্কার, বিচার ও পিআর পদ্ধতিভিত্তিক নির্বাচনের দাবিতে ধারাবাহিক প্রচারণা ও গণসংযোগ চালিয়ে আসছে। বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার মাধ্যমে এ বিষয়ে একটি সমন্বয় তৈরি হয়েছে এবং জনসমর্থনও গড়ে উঠেছে। মহাসমাবেশ হবে এ দাবির পক্ষে একটি শক্তিশালী উপস্থাপনা।
এদিকে, মহাসমাবেশ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও দলের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শুক্রবার (২৭ জুন) মাঠ পরিদর্শন করেন।
সে সময় তিনি বলেন, সারাদেশ থেকে কয়েক হাজার গাড়ি রিজার্ভ করা হয়েছে। এ ছাড়া লঞ্চ ও ট্রেনে করে লাখো মানুষ সমাবেশে আসবেন বলে আশা করা হচ্ছে।
দলের যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেন, আগামী রাজনীতির একটি নতুন বার্তা এ মহাসমাবেশ থেকে পাওয়া যাবে ইনশাআল্লাহ।
কা/ত/মা
৯ Responses
Refer friends, earn cash—sign up now! https://shorturl.fm/vSgFl
Turn traffic into cash—apply to our affiliate program today! https://shorturl.fm/PnUK0
Refer friends and colleagues—get paid for every signup! https://shorturl.fm/Rb1B4
Join our affiliate family and watch your profits soar—sign up today! https://shorturl.fm/4gfZY
Join our affiliate program today and earn generous commissions! https://shorturl.fm/vHgBg
Drive sales, earn big—enroll in our affiliate program! https://shorturl.fm/k9w3z
Promote our products and earn real money—apply today! https://shorturl.fm/gyvaL
Earn passive income this month—become an affiliate partner and get paid! https://shorturl.fm/7h7KO
Share our offers and watch your wallet grow—become an affiliate! https://shorturl.fm/yQ0vD