মঙ্গলবার, রাত ৩:২২
৪ঠা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি,

আগুনে পুড়ছে সুদান, নীরব বিশ্ব মানবতার ব্যর্থতা

২০২৩ সালের এপ্রিল থেকে শুরু হওয়া সুদান–র গৃহযুদ্ধ এখন কোনো সীমিত সংঘর্ষ নয় — এটি দ্রুত একটি বিশাল মানবিক সংকটে পরিণত হয়েছে। Rapid Support Forces (RSF) এবং Sudanese Armed Forces (SAF)-এর মধ্যে চলা এই যুদ্ধ এখন সাধারণ মানুষের ওপর নিরন্তর ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে।

RSF-এর অভিযানে এল ফাশের শহরের হাসপাতালে মাত্র কয়েক দিনে ৪৬০-রও বেশি নারী ও পুরুষ নিহত হয়েছেন বলে World Health Organization (WHO)-র রিপোর্টে দেখা গেছে।

২০২৪ সালের নভেম্বরে Armed Conflict Location & Event Data Project (ACLED) অনুসন্ধানে দেখা গেছে দুই বাহিনীর সঙ্গে সরাসরি সংঘর্ষে ৭,৫০০-রও বেশি বেসামরিক নিহত হয়েছে।

জাতিসংঘের তথ্যে দেখা গেছে দেশজুড়ে প্রায় ১২ মিলিয়ন মানুষ গৃহবিচ্ছিন্ন হয়ে পড়েছে—সুদানের ইতিহাসে এক ভয়ানক রেকর্ড।

বিভিন্ন সংস্থা “বিশ্বের সবচেয়ে ভয়াবহ মানবিক সংকট” হিসেবে সুদানকে উল্লেখ করেছে, কিন্তু বাস্তবে পর্যাপ্ত সহায়তা ও ন্যায্য দৃষ্টির অভাব রয়েছে।

অনেকেই মনে করছেন ধ্বংসস্তূপ ও মানবিক ঝড়ের মাঝেও বিশ্বের বহু দেশের দৃষ্টিতে এটি “অপরাধ” নয়—এভাবে চলতে থাকলে ইতিহাস একদিন কাউকে ক্ষমা করবে না।

কা/ত/মা

Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *